|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই মালদহের চাঁচলের প্রতিবন্ধী কিশোরী খুশবুর পাশে দাঁড়াল প্রশাসন। এছাড়া বুধবার বাড়িতে গিয়ে খুশবুর সঙ্গে দেখা করেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। খুশবুকে আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন সাংসদ। খুশবুর বাড়ি থেকেই বিএমওএইচকে ফোন করে তার প্রতবন্ধী শংসাপত্রের যাতে দ্রুত ব্যবস্থা হয় তাও জানান সাংসদ।
এছাড়া সংবাদমাধ্যমে খুশবুর কথা জেনে তাকে হুইল চেয়ার দেওয়ার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুরের এক ব্যবসায়ী তারকেশ্বর রায়। বুধবার প্রতিবন্ধী খুশবুর কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এদিন চাঁচলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। কর্মসূচি সেরে তিনি খুশবুর বাড়িতে যান। সেখানে পরিবারটির হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি সঙ্গে থাকা দলের জেলা সম্পাদককে খুশবুর জন্য হুইল চেয়ার দেওয়ার বন্দোবস্ত করার নির্দেশ দেন।
পরে অবশ্য বিকেলেই প্রশাসনের তরফে খুশবুকে হুইল চেয়ার দেওয়া হয়। এছাড়া প্রশাসনের তরফে পরিবারটিকে খাদ্য সামগ্রী, খুশবুর জন্য নতুন পোশাকও দেওয়া হয়েছে। প্রশাসনের সাহায্য পেয়ে কেঁদে ফলেন খুশবুর দিনমজুর বাবা নাহিদ হোসেন। চাঁচল-১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য় বলেন, পরিবারটিকে এদিন প্রশাসনের তরফে কিছু সাহায্য করা হয়েছে। ও দ্রুত যাতে শংসাপত্র পায় তা দেখছি। শংসাপত্র পেলেই ওর ভাতার বন্দোবস্ত করা হবে।
চাঁচলের ধনিয়াপট্টির নাহিদ হোসেনের মেয়ে খুশবু জন্ম থেকেই প্রতিবন্ধী। হাঁটাতলার ক্ষমতা নেই। কানেও শুনতে পায়না খুশবু। অভাবের পরিবারের মেয়েকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছিল। একটা হুইল চেয়ারও মেয়েকে কিনে দিতে পারেননি। খুশবুকে নিয়ে এরপর বুধবারদিনই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন।
সাংসদ খগেন মুর্মু বলেন, পঞ্চায়েত-প্রশাসন করছেটা কি। প্রশাসনকে বলেছি, পরিবারটি যাতে সরকারি সুবিধে পায়। পাশাপাশি দলীয় কর্মীদেরও পরিবারটিকের পাশে থাকার নির্দেশ দিয়েছি। বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম বলেন, খুশবুকে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
খুশবুর সমস্যা সংবাদমাধ্যমে জেনে তাকে হুইল চেয়ার দিয়ে সাহায্য করতে চান হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ী তারকেশ্বর রায়। তিনি এদিন বলেন, এটা আমাদের লজ্জা। একটা মেয়েকে নিয়ে পরিবারের অসহায় অবস্থায় দিন কাটলেও একটা হুইল চেয়ার জোটেনি। আমি ওকে একটা হুইল চেয়ার দিতে চাই।