|
---|
নিজস্ব সংবাদদাতা :দোকান খোলা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া। রাগের বশে মায়ের মাথায় লোহার রডে মেরে খুন করল ছেলে! অভিযুক্ত ছেলে সুমন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে মন্দির বাজার থানার লক্ষ্মীকান্তপুর এলাকায়। মৃত মহিলার নাম মল্লিকা মণ্ডল (৪৫)। মঙ্গলবার অভিযুক্তকে ডায়মন্ড হারবার (Diamond Harbour Murder) আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিকার একটি চায়ের দোকান রয়েছে । স্বামী মারা যাওয়ার পর মা ও ছেলে মিলে চায়ের দোকানটি চালাতেন। এদিন ছেলেকে চায়ের দোকান খুলতে বলেছিলেন মল্লিকা। এতেই মা ও ছেলের মধ্যে শুরু হয় ঝগড়া। সেই সময় হাতের সামনে থাকা লোহার রড দিয়ে মায়ের মাথায় আঘাত করতে থাকে সুমন। একাধিকবার মাথায় আঘাত করায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মল্লিকা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় (Diamond Harbour Murder)।
চিৎকার শুনে বাড়িতে প্রতিবেশীরা ছুটে এলে দেখেন মল্লিকা মাটিতে পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ ডাকেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্দিরবাজার থানার পুলিশ। দেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। অভিযুক্তকে গ্রেফতার করে।মৃতের এক আত্মীয়র দাবি, ‘বাবা মারা যাওয়ার পর থেকে সুমন মানসিক রোগে ভুগছিল। তার চিকিৎসা চলছিল। ওষুধও খেত। বাজারের দোকান খুলতে যেতে সে ভয় পেত। তার সন্দেহ ছিল কেউ বা কারা তাকে মেরে ফেলতে পারে। এদিন সুমনকে তার মা দোকান খুলতে বললে, সে দোকানে যেতে অস্বীকার করে। তারপর দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সুমনের সন্দেহ হয়, যে তার মা কারও সঙ্গে মিলে তাকে খুন করার জন্যই সেখানে পাঠাচ্ছেন। তাই মায়ের উপর হামলা চালায় সে।’