সুন্দরবনে বেড়াতে এসে মানুষিক অসুস্থ এক ব্যক্তিকে রেখে চলে গেলেন পরিবারের সদস্যরা 

সুন্দরবনে বেড়াতে এসে মানুষিক অসুস্থ এক ব্যক্তিকে রেখে চলে গেলেন পরিবারের সদস্যরা

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :

    বিহার থেকে সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকরা রেখে গেলেন নিশারুল আনসারী নামে এক বছর তিরিশের যুবককে। বাবার নাম আকুল আনসারি, মাতা গুনসান খাতুন দিদির নাম রাকিয়া খাতুন মাতৃভাষা হিন্দি।

     

    সুন্দরবন লাগোয়া কুলতলির কৈখালী খেয়াঘাট সংলগ্ন এলাকায় এদিক ওদিক ঘুরতে দেখে মানবিকতার খাতিরে জয়নগর রুরাল হাসপাতালের কাউন্সিলর সুপর্ণা কণ্ঠ তার সম্বন্ধে খোঁজখবর চালান। দেখে ও কথা বলে বোঝা গেল মানুষিক অসুখ আছে তাঁর ।

     

    কিভাবে এই অপরিচিত ব্যক্তি এখানে এলেন তা নিয়ে এখনও ধোঁয়াশায় আছেন স্থানীয় মানুষ জন।

     

    ইতি পূর্বে সুন্দরবনে বেড়াতে এসে কাদের খাঁন নামে এক ব্যক্তি কে তার পরিবারের সদস্যরা রেখে চলে যায় । বিভিন্ন ভাবে প্রচার করে ও তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছাতে পারে নি সে। আজ আমাদের সমাজে এমনই চিত্র উঠে আসে বারংবার । আমরা কি পারিনা সভ্য সমাজের মধ্যে এমনই মুখোশ ধারি ব্যক্তিদের খোঁজ খবর নিতে!

    সেই আশায় প্রহর গুনছেন সমাজ কর্মীরা।