উৎকর্ষ বাংলার বিশেষ প্রশিক্ষণ শিবিরে কেঁচো সার তৈরির প্রশিক্ষণ

নাসিমা লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : গত ৭ ই এপ্রিল, ২০২২, বৃহস্পতিবার পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রামে উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় ‘কেঁচো সার তৈরী’ -এর উপর একটি কৃষক প্রশিক্ষণের সূচনা হল। এটি দক্ষিণ ২৪ পরগনা জেলায় উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় এবং কৃষি দপ্তরের উদ্যোগে হওয়া প্রথম কৃষক প্রশিক্ষণ শিবির। ২৪ জন কৃষককে নিয়ে প্রতিদিন ৪ ঘন্টা করে সর্বোমোট ৩৮ ঘন্টার এই কোর্সটি চলবে এবং কোর্স শেষে প্রত্যেকের মূল্যায়ন করা হবে। পরবর্তীকালে অংশগ্রহনকারী কৃষকদের কেঁচোসার তৈরী বিষয়ক সম্পূর্ণভাবে প্রশিক্ষিত করে তাদের স্বনির্ভর করে তোলা এবং সার্বিকভাবে তাদের আয় বৃদ্ধি করাই এই কর্মকান্ডের মূল উদ্দেশ্য। এই প্রশিক্ষণটির আয়োজন করেন সোসাইটি ফর দুর্বাচটি সোশাল অ্যাকশন এন্ড ট্রান্সফরমেশন নামক একটি সংস্থা।

    এদিনের প্রশিক্ষণের সূচনালগ্নে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসার (স্কিল) শ্রীমতি মহুয়া বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জেলার উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) শ্রী অরুন কুমার বোস, সহ কৃষি অধিকর্তা (প্রশিক্ষন) শ্রী বিশ্বজিত চৌধুরী এবং পাথরপ্রতিমা ব্লকের সহ কৃষি অধিকর্তা শ্রী শুভম দে।