স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় ও জয়নগর থানার উদ্যোগে আকাশ ভরা সূর্য তারা অনুষ্ঠান

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
বিশেষ দিনে আকাশ ভরা সূর্য তারা, টেলিস্কোপে রাতের আকাশ দেখা এক অভিনব উদ্যোগ নিয়েছে প্রত্যয়ের পরিচালনায় সাথে ব্যবস্থাপনায় জয়নগর থানা। জয়নগরের সকল স্কুল পড়ুয়াদেরকে নিয়ে (চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী) ছাত্রীদের প্রত্যয়ের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা, জয়নগর থানার আধিকারিকদের মধ্যমে এই বিশেষ অনুষ্ঠানে ৩ টি টেলিস্কোপের মাধ্যমে এবং গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিশেষ মাধ্যমে সূর্য চন্দ্র তারার গতিবিধি শেখানো হলো। স্কুলের গন্ডির বাইরে আকাশ ভরা সূর্য তারা।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের এসপি, বৈভব তেয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বাসু, জয়নগর ১ বিডিও, স্কুলের এস আাই ও প্রত্যয়ের সভাপতি কৃষ্ণনেন্দু ঘোষ,প্রত্যয়ের চিফ কোঅরডিনেটর ও চিফ কোচ দেবব্রত হালদার,সম্পাদক গীতা নন্দী সহ একাধিক ব্যক্তি বর্গ। বিশেষ এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের বারুইপুর মহিলা থানার আইসি উদ্যোগে জয়নগর থানার অনুষ্ঠিত হলো স্বয়ংসিদ্ধা অনুষ্ঠান আর এই স্বয়ংসিদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি অতনু সাঁতরা বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুণ্ডু বিশেষ করে মহিলাদের সাইবার সিকিউরিটি ও নিরাপত্তার বিশেষ পাঠ এই অনুষ্ঠানের মাধ্যমে শেখানো হয়। আগামীদিনে মহিলারা বিপদগামী না হয় তার বিশেষ পাঠ দানে এখানে অসংখ্য স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করে। তেমনি চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায় জয়নগর থানা এলাকা থেকে, যিনি মূখ্যভূমিকা পালন করেছেন শোভন রায় মন্ডল ও তাঁর টিম । টেলিস্কোপের মাধ্যমে সকলক ছাত্র ছাত্রী দের হাতে কলমে শিখিয়েছেন কিভাবে মহাকাশ নিয়ে আগামীদিনে এগিয়ে চলা যায়। এমনই সুন্দর অনুষ্ঠান আবার জয়নগরে হোক এমনই আশা রাখছেন এলাকার ছাত্রছাত্রীসহ অভিভাবকেরা।