দক্ষিণেশ্বরে অগ্নিকাণ্ডে আক্রান্তদের পাশে সরকার এবং প্রশাসন,ঘটনাস্থলে গেলেন সুজিত বসু এবং মদন মিত্র

নতুন গতি নিউজ ডেস্ক: দক্ষিণেশ্বর মন্দিরের কাছে ঝুপড়িতে ভয়াবহ আগুন৷ ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন৷জানা গিয়েছে, এদিন রাত সাড়ে আটটা নাগাদ এই আগুন লাগে৷ বালি ব্রিজ  লাগোয়া একটি ঝুপড়ি থেকে আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে৷ গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়৷ ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ঝুপড়ির অধিকাংশ বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নিয়ন্ত্রণের কাজ৷

    একঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে৷ ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু৷ এখনও অবধি আগুন লাগার কারণ পরিস্কার নয়৷ দমকলও কোনও মন্তব্য করতে চায়নি৷ তবে অসর্মথিত সূত্রে  খবর, আগুন লাগার পিছনে দুটি কারণ উঠে এসেছে৷ প্রথমত শর্ট সার্কিট৷ দ্বিতীয়ত, মোমবাতি৷ রাতের দিকে অনেক বস্তিবাসী অন্ধকার দুর করতে মোমবাতি জ্বালায়৷ সেক্ষেত্রে মোমবাতি থেকে আগুন লাগার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷ এদিকে বিধ্বংসী আগুনে ২৫ থেকে ৩০টি বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল৷

    অগ্নিকাণ্ডের জেরে বালি ব্রিজ বন্ধ করে দেওয়া হয় পুলিশ৷ ফলে অফিস ফেরত যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়৷ বালি ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয় ডানলপে৷ এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু, তৃণমূল সাংসদ সৌগত রায় ও মদন মিত্র৷ যাদের ঘর পুড়ে গিয়েছে তাদের থাকার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে৷