|
---|
সাকিব হাসান,দঃ ২8 পরগনা: করোনা বিধি মেনে ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জোরালো দাবী জানালো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। পার্টির রাজ্য শাখার পক্ষ থেকে “করোনায় হল দেশ ছারখার,গদি ছাড়ো মোদি সরকার” শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসাবে “শিক্ষা ও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের উপর অতিমারীর প্রভাব” বিষয়ক ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে এই দাবী জানান পার্টির রাজ্য সম্পাদক মুহা:শাহজাহান আলী।গতকাল সন্ধ্যায় পার্টির রাজ্য শাখার ফেসবুক লাইভে সম্প্রচারিত ঐ ওয়েবিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক তথা মালদা জেলার শুক্রবারী এ. কে. হাই মাদ্রাসার সহ শিক্ষক মুহা:শাহজাহান আলী, মহিষাদল গার্লস কলেজের অধ্যাপক ডঃদেবাশীষ মহাপাত্র।বক্তাগণ করোনা অতিমারীর কারণে শিক্ষা ক্ষেত্রে কি কি প্রভাব পড়েছে তা বিশদে আলোচনা করেন। ড: মহাপাত্র করোনা মোকাবেলায় কেন্দ্র সরকারের কঠোর সমালোচনা করেন।সেই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান।জনাব শাহজাহান আলী সাহেব বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে ড্রপআউট বাড়বে,শিশু শ্রমিক বাড়বে,বালিকা বিবাহ বৃদ্ধি পাবে।অনলাইন মাধ্যম শিক্ষার সহায়ক হলেও বিকল্প নয়।তাছাড়া আমাদের মতো দেশে অনলাইন নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে উঠলে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য বৃদ্ধি পাবে।তিনি কোভিড মোকাবেলায় কেন্দ্র সরকারের ব্যর্থতার সাথে সাথে এই সংকটকালেও মোদী সরকার শিক্ষার বেসরকারিকরণ কেন্দ্রীকরণ, গৈরিকী করণের যে অপচেষ্টা চালাচ্ছে তার তীব্র সমালোচনা করেন। কেন্দ্রের পাশাপাশি শিক্ষার ব্যাপারে রাজ্য সরকারেরও যে সদিচ্ছার অভাব সেই অভিমত ব্যক্ত করেন।বক্তাগণ কোভিড বিধি মেনে এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবী জানান।সেই সঙ্গে সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য ছাত্র,শিক্ষক,অভিভাবক,সমাজ সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।ওয়েবিনারটি সঞ্চালনা করেন পার্টির বিভাগীয় রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী।