|
---|
নতুন গতি ডেস্ক : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের জনদরদি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে কোভিড-১৯ আক্রান্ত মুমুর্ষ রোগীদের রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ।
সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন স্থানীয় বিধায়িকা মাননীয়া রহিমা মণ্ডল মহাশয়া, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা সমাজসেবী জনাব এ কে এম ফারহাদ সাহেব, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জনাব মফিদুল হক সাহাজি, বারাসাত -১ পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব আরসাদ উদ জামান, জেলা পরিষদের সদস্যা ঊষা দাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তুষার বাবু সহ প্রধান, উপপ্রধান ও সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা।
সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনায় মুখ্য ভূমিকা গ্রহণ করেন পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ।