পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে বাম নেতৃত্ব

মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো বাম নেতৃত্ব। শনিবার সারাভারত কৃষকসভার নেতৃত্বে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ কৃষি ও কৃষক বাঁচাও ও গনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রামপুরহাট মজকুমার মল্লারপুর বাহিনা মোড় হাইরোডের পাশে অবস্থান বিক্ষোভ করে। হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো হয় বামফ্রন্টের তরফে। উপস্হিত ছিলেন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ রামচন্দ্র ডোম সহ অনান্য নেতৃবৃন্দ। এদিন একই দাবীতে পথে নেমে প্রতিবাদ দেখাতে দেখা যায় জেলা সদর সিউড়ীতেও।

    গত বিধানসভা নির্বাচনে সিপিআইএম তথা বামেদের ব্যাপক পরাজয় ঘটলেও মানুষের স্বার্থে পার্টির আর্দশ বজায় রেখে লাগাতর বিভিন্ন ইস্যুতে পথে নামছে বামফ্রন্ট নেতৃত্ব। পেট্রোপন্যের দাম বৃদ্ধি ছাড়াও কৃষি ও কৃষকদের স্বার্থক্ষুন্ন জবে এমন কেন্দ্রীয় নীতির প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে নিজেদের অস্তীত্ব বজায় রাখছে বামশিবির। প্রতিবাদ সভায় লোকজন বেশী না হলেও জমায়েত হচ্ছে সব জায়গায়। জেলার এক সিপিআইএম নেতা বলেন, মানুষ আমাদের কাছ থেকে সড়ে গেলেও আমরা মানুষের পাশ থেকে সড়ে যাই নি। একদিন আবার সবাই বামফ্রন্টকেই ক্ষমতায় চাইবে। বলেন সিপিআইএমের ঐ প্রবীন নেতা।