দুই মন্ত্রীর বিরুদ্ধে বিজেপির নালিশ, পরিস্থিতি উত্তপ্ত খালসা হাই স্কুলে

নতুন গতি নিউজ ডেস্ক: সময়ের সাথে সাথে, উপনির্বাচন চলার সাথে সাথে ভবানীপুর নির্বাচনী এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। শাসক দল তৃণমূল এবং তার প্রতিদ্বন্দ্বী বিজেপি একে অপরের বিরুদ্ধে তাদের অভিযোগ দিয়ে চলছে।
ভোটারদের প্রভাবিত করার জন্য বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করার পর, গেরুয়া শিবির ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ করেছে।
এই অভিযোগের বিষয় ফিরহাদ হাকিম জানান “ভোটারদের প্রভাবিত করার আমাদের কোনো উদ্দেশ্য নেই”। বিজেপি উভয় মন্ত্রীর উপর নজর রাখার আবেদনও করেছিল।
এর আগে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে বুথ জ্যামিং এবং ভুয়ো ভোটের অভিযোগও করেছিল বিজেপি।
বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের প্রবেশের পর খালসা হাই স্কুলে বিশৃঙ্খলা উত্তপ্ত হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বিজেপি প্রার্থী অতিরিক্ত গাড়ি ও বহিরাগতদের নিয়ে প্রবেশ করেছেন, যা ভোটারদের জন্য সমস্যা তৈরি করছে।