জয়নগর থানায় সিপিআইএম এর ডেপুটেশনে সুজন চক্রবর্তী সায়ন ব্যানার্জী

বাবলু হাসান লস্কর, জয়নগর: দলুয়াখাকিতে তৃণমূল কংগ্রেসের নেতা খুন হওয়ার পরে সিপিআইএমের একাধিক কর্মী সমর্থকদের বাড়ি ঘর জ্বালিয়ে-পুড়ে ছারখার করে দেয় তৃণমূল কংগ্রেসে দুষ্কৃতীরা। সেক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ সহ ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি সাহায্য ও তাদের নিরাপত্তা তাদের ঘরবাড়ি যাতে পুনরায় বাঁধতে পারে তারই ব্যবস্থা গ্রহণ বিষয় নিয়ে সিপিআইএমের জয়নগর থানা ডেপুটেশন। দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জয়নগর থানা ডেপুটেশন কর্মসূচিতে দেখা গেল পশ্চিমবঙ্গ রাজ্য সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য সুজন চক্রবর্তী, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী সায়ন ব্যানার্জি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী, ডি আই এফ ওয়াই জেলা সম্পাদক অপূর্ব প্রামানিক, কুলতলী প্রাক্তন বিধায়ক রামসংকর হালদার শ্যামলী হালদার কুলতলী এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল তনুশ্রী হালদার সহ একাধিক নেতৃত্ববৃন্দ।

    সুজন চক্রবর্তীর কথায় মরিশ্বরে তৃণমূলের নেতার স্মরণ সভায় পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী বলেন সিপিএমের পতাকা থাকবে না কিন্তু সিপিএমের পতাকা লাল ঝাণ্ডা সর্বদা ঊর্ধীয়মান মানুষ যখন বিপদগ্রস্ত তখন সিপিএম তাদেরকে রক্ষা করবে এমনই বার্তা দেন। আগামী দিনে তৃণমূলের অনেক নেতা নেত্রী জেলে যাবে। সে জায়গায় সিপিএমকে কালিমা লিপ্ত করতে পারবে না।