|
---|
কলকাতা: রামপুরহাট কান্ডে এবার বিজেপির আবেদনে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
বিজেপির প্রশ্ন, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শাসকদলের জেলা সভাপতি বলছেন টিভি ফেটে আগুন লেগেছে। কী করে এব্যাপারে নিশ্চিত হলেন তিনি? এর পরও কি রাজ্য পুলিশের দ্বারা নিরপেক্ষ তদন্ত করা সম্ভব?
বিজেপি সূত্রের খবর, এই ঘটনায় সিবিআই ও NIA তদন্তের দাবিতে মামলা দায়ের করতে চলেছে তারা। নিরপেক্ষ তদন্তের স্বার্থে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর পক্ষে সরব হবে তারা।