|
---|
মল্লারপুর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন কতব্যরত সিভিক ভলেন্টিয়ার।নাম বিমান চ্যাটার্জী। আজ সকাল ৯ টার সময় মল্লারপুর বাইপাস মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার।
স্থানীয় সূত্রে জানাযায় রাস্তা পার করছিলেন কিছু পথচারীদের সেসময় মল্লারপুর বটতলার দিক থেকে বাহিনা মোড়ের দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী সে সময় কতব্যরত সিভিক ভলেন্টিয়ার তাকে দাঁড়াতে বললে সে না দাঁড়িয়ে সজোরে ধাক্কা মারে। তখনই গুরুতর আহত হয় ওই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা। ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ এসে বাইক ও বাইক আরোহী দুজনকে আটক করে।