বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক অধীর রঞ্জন চৌধুরীর

বহরমপুর: আজ বহরমপুর কংগ্রেস কার্যালয় বসে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি সাংবাদিক বৈঠক থেকে বলেন যে ভোট এরা করতে দিবেনা। আমি এই গুলি চালানোর ঘটনা এবং বাড়িঘর ভাঙচুর শ্রীলতাহানি ঘটনা আমাদের প্রার্থীদের উপর শাসকদল আরম্ভ করেছে আমি প্রার্থীদের বলেছি প্রশাসন কিছু করবেনা আপনারা সবাই পার্টি অফিসে চলে আসুন। এখানের প্রশাসন অর্থাৎ যারা এখানকার পুলিশ যারা ভোটে দাড়িয়ে হুমকি দিচ্ছেন তাদের সঙ্গে কোটি কোটি টাকার দিল হয়েছে।

    তিনি আরো বলেন এই বহরমপুর শহরে 5 মিনিট সময় লাগে না এই সন্ত্রাস দমন করতে কোথাও যেতে হবে না শুধু থানা থেকে বসে বসে ফোন করলে এখনই থেমে যাবে বলে তিনি জানান। কিন্তু থানা আমাদেরকে কিভাবে ধোকা দিচ্ছে আমরা ঘটনার কথা জানানোর সঙ্গে সঙ্গে একটি বাক্য ব্যবহার করছেন আমরা যাচ্ছি তো হ্যাঁ ওরা আসছেন ক্রিমিনাল চলে যাওয়ার পর তার ফলে পুলিশ কে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালে আবার রাতে এসে বাড়ি থেকে ডেকে কানের গোড়ায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়া হচ্ছে। তিনি বলেন আমরা বহরমপুর শহরের ক্ষমতাই নেই পুলিশ তাদের সামনে তঞ্চকতা করছেন স্থানীয় বাসিন্দাদের পুলিশ সম্বন্ধে কি ধারনা হচ্ছে। আমাদের নিয়ে শাসকদলের কেন এত ভয় আমাদের পশ্চিমবঙ্গে ভাড়ার শূন্য। তাহলে কেন এরকম শহরের বাসিন্দাদের প্রার্থীদের ভয় দেখাচ্ছে শাসকদল। বহরমপুর শহরের বিগত নির্বাচনে বিধানসভায় বিজেপি জিতেছে তাহলে আমাদেরকে নিয়ে কেন এত ভয় শাসকদলের। আপনারা বলছেন দিদি উন্নয়ন করেছে আপনারা ক্ষমতায় আছেন ১৬ সালের পর বোর্ড আমাদের হাত থেকে চলে যায় বিগত ৫-৬ বছর আপনারা ক্ষমতায়। রাজ্য সরকারের সমস্ত টাকা-পয়সা আপনারা পেয়েছেন, রাস্তা এবং উন্নয়ন টাকা নিয়ে কি করেছেন আপনারা জানেন। তিনি বলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি আপনার কাছে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবার নিশ্চিত সুযোগ চাইছি। আমাদের আর কোন দাবি নাই আমরা নির্বাচনে দাঁড়িয়ে হারতে চাই, জিততে চাই আর কোন কিছু আমাদের প্রয়োজন নাই।

    তিনি আবারও এই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর কাছে নির্বাচন লড়াই করার সুযোগ চাইলেন যদি মনে করেন বৈধ নাগরিক হিসাবে এই দাবী করা সংগত তাহলে আপনি সেই সুযোগ আমাদের দিবেন।