|
---|
আসানসোল: উত্তপ্ত আসানসোল! একদিকে ফাটলো বিজেপি প্রার্থীর মাথা। আবার অন্য জায়গায় চললো গুলি। সব মিলিয়ে আবহাওয়া গরম আসানসোলে।
আসানসোল পুরোনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আদর্শ শর্মার মাথা ফাটালো তৃণমূল গুন্ডা, এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপির বক্তব্য, বুথে দখল করে ছাপ্পা চলছিল। আটকাতে গেলে তৃণমূল প্রার্থীর নেতৃত্বে প্রায় ২০০ জন দুষ্কৃতী আদর্শের উপর চড়াও হয়ে তাকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেয় এবং তার স্কুটির চাবি ও টাকাও কেড়ে নেয়।
জখম বিজেপি প্রার্থী সোজা আসেন জিতেন্দ্র তিওয়ারির কাছে। হাসপাতাল না যাওয়ার কারণ জিজ্ঞেস করায় জখম গেরুয়া প্রার্থী জানান যে ওখান থেকে হাসপাতালে গেলে তাকে অপহরণ করা হতো। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল প্রার্থী।
অন্যদিকে ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার শ্রীপুর হাইস্কুলের বুথে চললো গুলি। সিপিএম প্রার্থীর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ১২ নং ওয়ার্ডের দুটি বুথ দখল করে গুলি চালায়। ঘটনা অস্বীকার করেনি পুলিশ তবে এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি তারা। কিন্তু আতঙ্কিত ভোটাররা।