প্রায় একশ বছরের ঐতিহাসিক মেলা অনুষ্ঠিত হলো

সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : হুগলি জেলায়  প্রতিবছরের ন্যায় প্রায় একশ বছরের ঐতিহাসিক মেলা অনুষ্ঠিত হলো পরিচালনায একটি মোল্লা ফ্যামিলির উদ্যোগে। পহেলা দুসরা তিসরা মাঘ এবং ৪ঠা মাঘ পীরজাদা ইসমাইল সিদ্দিকীর দোয়ার মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে। প্রসঙ্গত পরম পুরুষ অনুযায়ী এই মেলা মাজের মাজেরআট মেলা কমিটির অন্যতম বয়স্ক গুণীজন আহসান উদ্দিন মোল্লা সাহেব জানালেন প্রায় একশ বছরের বেশি উক্ত মেলা শান্তিপূর্ণভাবে সমাপ্তি ঘটেছে। আরো জানান তাদের দাদাজি আব্বাজী এই মেলা চালাতেন আমাদের খানদান একটা মোল্লা গোষ্ঠী এই মেলা পরিচালনা করে আসছেন। এবারে মেলায় নতুন সংযোজন সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছিল ড্রোন ক্যামেরা চলছিল প্রশাসনের ভূমিকা দারুন লক্ষ্য করা যায়। আজ থেকে ৮০ বছরের পুরুষ ও মহিলাদের জনসমুদ্র নজর কাড়ে সকলের। জিলাপি পাপড় বাদাম দিলে খাজা মোগলাই বিরিয়ানি চিকেন কাবাব থেকে শুরু করে আলু কাবলি ফুচকা চিকেন তন্দুরি খাবার দোকানগুলিতে লম্বা লাইন দেখা যায়। লাইন। ইলেকট্রিক চালিত নাক দোলনা ট্রেন এছাড়া ঘোড়ার গাড়ি চরকা ছোট বড়দের চড়তে দেখা যায়। উক্ত মেলায় বাচ্চাদের বিভিন্ন ধরনের বেলুন এবং বাঁশিতে কান ঝালাপালা করে মেলা প্রেমীদের। সাধারণ মানুষ জানালেন সেই মেলা বলাবাহুল্য হুগলি জেলার শ্রেষ্ঠ মেলা। স্মোক বিস্কুট দোকানদার বাচ্চা বড়দের মুখে দিলই সিগারেটের মতো ধোঁয়া, বেশ কিছুক্ষণ ছাড়তে থাকে জনপ্রিয় হয়ে ওঠে এই মেলার দর্শকবৃন্দের। মেলায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্যা দেবযানী ব্যানার্জি এছাড়া কুমির মোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ভগবতীর গ্রাম পঞ্চায়েতেএর সদস্য এবং প্রাক্ত সদস্যকলেই উপস্থিত ছিলেন এবং চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মইদুল ইসলাম। মেলা কমিটির মোল্লা ফ্যামিলির বয়োজ্যেষ্ঠ গুণীজন আহসান উদ্দিন মোল্লা প্রশাসন থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের সহযোগিতা এবং মেলা প্রেমীদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো বলেন এই মেলায় প্রশাসনের পরতৎপরতায় হারিয়ে যাওয়া বাচ্চাদের যেমন উদ্ধার হয়েছে অপরদিকে মানিব্যাগ এবং দামি ফোন ইত্যাদি উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দেওয়া হয়। সম্পূর্ণ শান্তিতে ভালোভাবে এই মেলা সমাপ্তি ঘটে মোল্লা ফ্যামিলির পরিচালন।