|
---|
মালদা, ২৪ জুন – টোটো ধরপাকড় নিয়ে আরটিএ অফিসারকে তীব্র আক্রমন করলেন তৃনমূল নেতা বাবলা সরকার। তিনি বলেন, বলা হচ্ছে আরটিএ টোটো ধরছে। আমি আরটিএ বোর্ডের মেম্বার হয়েও কিছুই জানি না। তাহলে আরটিয়ের নামে কে এই অভিযান করছে তা খুঁজে বের করা হোক। বাবলা সরকার বলেন, টোটো যেমন ইচ্ছামত চালানো যায় না তেমন বন্ধও করা যায় না। সব কিছুই পরিকল্পনা মাফিক করতে হয়। আমরা মিন্সিপালিটির পক্ষ থেকে টোটো সমস্যার সমাধান করার কথা বলেছি। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সেইটা করার কথা। আমি এবং চেয়ারম্যান টোটো ইউনিয়নের সাথে কথা বলে আগে বিকল্প পরিকল্পনা ঠিক করব। তারপরে অভিযান হওয়ার কথা। কিন্তু আমাকে ও চেয়ারম্যানকে কিছুই না জানিয়ে এইসব করা হচ্ছে। এতে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাবলা সরকার বলেন, প্রশাসনের কাছে আমি গেছিলাম। কেউ কিছু জানে না। আরটিএ আধিকারিক নিজের মর্জি মতো চলেন। অফিসে গিয়ে তার দেখা পাই নি। তিনি ফোনেও আমার সাথে কথা বলেন নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাব। এদিকে টোটো ধরপাকড়ের বিরুদ্ধে মঙ্গলবার রাস্তায় নামছে টোটো চালকদের ইউনিয়ন। তারা জানিয়েছেন, নয় দফা দাবী নিয়ে মঙ্গলবার সন্ধ্যাবেলা মালদায় মিছিল করবে তারা। টোটো অভিযান নিয়ে আরটিএ বোর্ডের মেম্বারের কথায় টোটো চালকদের প্রতি সহানুভূতিই প্রকাশ পেয়েছে।