|
---|
নতুন গতি, মালদা, ২৪ জুন – মালদার রাজনৈতিক অবস্থা নিয়ে তৃণমূলের জেলা পর্যবেক্ষক সাধন পান্ডেকে রিপোর্ট দিয়ে কলকাতায় গেলেন তৃণমূল নেতা বাবলা সরকার। মঙ্গলবার দুপুরে সাধন পান্ডের সাথে তিনি মিটিং করবেন বলে জানিয়েছেন। এই মাসের ১৭ তারিখ মালদায় এসেছিলেন সাধন পান্ডে। তখন অন্য তৃণমূল কংগ্রেস নেতারা তার সাথে দেখা করলেও বাবলা সরকারের সাথে তার দেখা হয় নি। তাই তাকে জরুরিভাবে কলকাতায় তলব করা হয়েছে বলে জানান বাবলা। তবে মন্ত্রীর কাছে তিনি কি বক্তব্য পেশ করবেন তা জানাতে চান নি তিনি। বাবলা সরকার বলেন, লোকসভা ভোটে মালদায় তৃণমূল খারাপ ফল করেছে। কিন্তু সেইটা সাময়িক। সবাই চাই তৃনমূল ঘুরে দাড়াক। কি কি করা উচিৎ সেগুলি নিয়েই আলোচনা হবে বলে তিনি জানান। বাবলা সরকার বলেন, সাধন পান্ডে মমতা ব্যানারজীর প্রতিনিধি। আমরা তাই তার নির্দেশ মতই চলব।