রাজ্যপাল বেআইনি কাজ করছেন: অরুণাভ ঘোষ

  1. অরুণাভ ঘোষ : পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ চরমে উঠেছে। করোনা প্রতিরোধ নিয়ে মমতা বন্দোপাধ্যায় ও  রাজ্য প্রশাসনের সঙ্গে নানারকম কাজকর্ম নিয়ে রাজ্যপাল নানা অভিযোগের কথা দূরদর্শনে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলছেন, এবং কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়েছেন।ক্রমশ বিষয়টি লাগামছাড়া আক্রমণের মতো হতে চলেছে। সারা রাজ্য যেখানে করোনাভাইরাস এর আতঙ্কের মধ্যে রয়েছে সেখানে এ ধরনের রাজনৈতিক তরজা  অবাঞ্চিত। রাজ্যপালের মন্তব্য ঘিরে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকারের সমালোচক হিসাবে উনি অবতীর্ণ হয়েছেন।এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হলেও সংবিধানের নিয়ম অনুযায়ী কতটা ঠিক? সেটা নিয়েই মুখোমুখি হওয়া ।
    আমাদের প্রথম জানার দরকার ছিল একজন রাজ্যপাল কি সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের সমালোচক হতে পারেন? বর্তমান রাজ্যপাল যা যা বলছেন এবং করছেন তা কি সংবিধান সম্মত? এই বিষয়ে জানবার জন্য আমরা প্রখ্যাত আইনজীবী অরুণাভ ঘোষের কাছে প্রশ্ন রেখেছিলাম :
    আজকের এই পরিস্থিতি কতটা বাঞ্ছনীয়? সত্যিই যদি দেখা যায় করোনা চিকিৎসায় রাজ্য ব্যর্থ হচ্ছে, সেক্ষেত্রে রাজ্যপাল কি এইভাবে  প্রকাশ্যে এসে বলবেন? কারণ প্রকাশ্যে আসার আগে তো তাকেও ভাবতে হবে এই সরকারের অঙ্গ তিনি। আর মুখ্যমন্ত্রী তাঁর পরামর্শ শুনবেন কি শুনবেন না সেটা মুখ্যমন্ত্রীর বিষয়। মুখ্যমন্ত্রী বাধ্য নন। বিরোধীদলের কাছ থেকে কিংবা সাধারণ মানুষের কাছ থেকে যদি অভিযোগ আসে কেন্দ্রের ত্রাণের টাকা রেশনে বরাদ্দ হচ্ছে না সঠিকভাবে,সেই অভিযোগের প্রেক্ষিতে কি রাজ্য সরকারকে তিনি প্রকাশ্যে দূরদর্শনে বসে রাজ্যবাসীকে এই নিয়ে সজাগ থাকতে সতর্ক করে দিতে পারেন? এইসব প্রশ্ন নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম আইনজীবী অরুণাভ ঘোষের কাছে।
    আমাদের  প্রথম প্রশ্ন ছিল
    করোনার সময়  রাজ্যপাল যেসব কথা বলছেন এটা কি ঠিক?
    অরুণাভ ঘোষ:-না,  রাজ্যপাল বেআইনি  কাজ করছেন।সংবিধানে কোথাও লেখা নেই রাজ্যপাল এইভাবে নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে আচরণ করতে পারেন।তিনি মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য প্রশাসনকে তার মতামত জানাতে পারেন। সেটা গ্রহণ করবে কি না করবে রাজ্য প্রশাসনের ব্যাপার। মমতা তো এই ক্ষেত্রে ঠিক করছে।  মমতাকে বিরোধিতা করতে গিয়ে রাজ্যপালকে সাপোর্ট করবো , এটা ভাবা যায় না।
    বার্তা সাম্প্রতিক :-তৃণমূল অভিযোগ করেছে যে রাজ্যপাল সাংবাদিকদের কাছে  যেসব কথা বলছেন  তার পেছনে  কেন্দ্রের  মদত আছে।আপনি তো দীর্ঘদিন রাজনীতিতে আছেন।আপনি কি মনে করছেন? কংগ্রেসের অবস্থান বলবেন?
    অরুণাভ ঘোষ:- হ্যা নিশ্চয়ই। কেন্দ্রের মদত না থাকলে ও নিজে থেকে এসব কেন করবে? এটা আমার নিজের মনে হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকেও তো অধীর চৌধুরী রাজ্যপালকে সমর্থন করেনি।  সমালোচনা করেছে।
    বার্তা সাম্প্রতিক: সারাদেশে  কেন্দ্রীয় সরকারকে কি সফল বলে আপনি মনে করছেন?
    অরুণাভ ঘোষ: আজকে বিজেপির সিনিয়ার লিডার  সুভ্রামনিয়াম স্বামী নিজেই ইন্টারভিউতে বলেছেন যে  মোদি সরকার  ব্যর্থ, কিন্তু তবুও বিজেপি জিতবে। যেহেতু হিন্দুত্ব, হিন্দু ভোট ধরেই  তারা ক্ষমতায় থাকবে। ভাবুন কথাটা কে বলছেন। যিনি বলছেন তাঁর কথা আমরা সবাই গুরুত্ব দিয়ে শুনি। তিনি এমনই মাপের লোক। সেই তার কথাই যদি শুনি, যিনি বলছেন যে অর্থনীতিতে টোটাল ফেইল , কিন্তু তবুও আমরাই জিতবো হিন্দুত্বের জোরেই ,তিনিই যদি একথা বলেন এরপর আমরা আর কি বলব?
  • ক্রমশ (তথ্যসূত্র:বার্তা সাম্প্রতিক)