|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই জোর কদমে চলছে প্রস্তুতি।সম্প্রতি মন্ত্রিত্ব ও দল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে দেওয়া হল জেড ক্যাটেগরির নিরাপত্তা।
সূত্রের খবর, রবিবার হাওড়ার ডুমুরজলার সভা শেষে রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে রাজীবকে ফোন করে এই কথা জানানো হয়। রাজীবও জানিয়েছেন, সোমবার থেকেই এই নিরাপত্তা পাবেন তিনি। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রথম জনসভা করবেন রাজীব। তার আগেই এই নিরাপত্তা পাচ্ছেন তিনি।
তারপরে শুভেন্দুর ক্রোনোলজি মতো রাজীবও প্রথমে মন্ত্রিত্ব ছাড়েন। পরে বিধায়ক পদ ও সব শেষে দল ছাড়েন তিনি। আর তারপর শনিবার বিকেলেই বিশেষ বিমানে করে দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করে তাঁর হাত থেকে গেরুয়া উত্তরীয় পরেন রাজীব। অবশ্য রবিবার ডুমুরজলায় বিজেপির সভাতেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে দেখা যায় রাজীবকে।