কেউ জাতীয় পতাকার অবমাননা করলে তাকে শাস্তি দিন, প্রধানমন্ত্রীকে বললেন কৃষক নেতা রাকেশ টিকায়ত

নতুন গতি ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় ৩ কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় তিন মাস ধরে আন্দোলন করছে কৃষক নেতা সহ অনেক সাধারণ মানুষ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। রবিবারই ‘‌মন কি বাত’ অনুষ্ঠানে‌ প্রধানমন্ত্রী বলেন, ‌‘‌সাধারণতন্ত্র দিবসে পতাকার অবমাননায় দেশ ব্যথিত। তার পরেই পাল্টা জবাব দিয়ে টিকায়েত বলেন, ‘প্রত্যেক দেশবাসী জাতীয় পতাকাকে ভালোবাসে। যাঁরা জাতীয় পতাকার অবমাননা করেছন তাদের শাস্তি দেন বললেন রাকেশ টিকায়ত।