|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার। খাগলপুর গ্রামের পর এবার খেবরাজপুর গ্রামে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, পাথর দিয়ে থেতলে পাঁচজনকে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য ঘরের জিনিসপত্র পুড়িয়ে ফেলা হয়েছে। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার খাগলপুর গ্রামে এক ৪২ বছর বয়সী গৃহকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বারান্দা থেকে। ঘরের ভিতরে পড়েছিল তাঁর ৩৮ বছরের স্ত্রী ও ১৪, ১০ ও ৮ বছরের তিন মেয়ের নলিকাটা দেহ।