|
---|
দেবজিৎ মুখার্জি: গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করল ইডি।
ইডি সূত্রে খবর, পাচারকারীদের থেকে প্রায় ১২ কোটি টাকা নিয়েছে কুমার। গভীর রাত পর্যন্ত তাকে জেরা করেন ইডির আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, তার বয়ানে প্রচুর অসঙ্গতি রয়েছে। জানা গিয়েছে, এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে তাকে আর জেরা করার জন্য হেফাজতে চাইবে ইডি।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে সতীশ কুমারকে গ্রেপ্তার করেছিল সিবিআই। অবশ্য শর্তসাপেক্ষে জামিন পেয়ে যান তিনি। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গরু পাচারে জড়িত সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ এবং বেআইনিভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে সতীশ কুমারের বিরুদ্ধে।