|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আর নয় আল কায়দা। আফগানিস্থানে এবার আতঙ্কের আরেক নাম ইসলামিক স্টেট (খোরাসান)। আফগানিস্থানে একাধিক মসজিদে হামলার দায় স্বীকার করল এই জেহাদি সংগঠন।
গত বৃহস্পতিবার আফগানিস্তানের মাজার-ই-শরিফের একটি শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। এমনকি কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে হামলা চালায় আইএস।
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে আল কায়দা ও তালিবানকে চ্যালেঞ্জ জানাচ্ছে আইএস। বেশকয়েকবার আল কায়দার সঙ্গে লড়াই হয়েছে আইএস জেহাদিদের। বহু আল কায়দা জঙ্গি ইতিমধ্যে আইএসে নাম লিখিয়েছে।