বাজারে ইউরোর দরপতন, ইউরোপের জনপ্রিয়তা হারাচ্ছে দার্জিলিংয়ের চা

নতুন গতি: রাশিয়া, ইউক্রেন যুদ্ধের কারণে ইউরও দরের পতন ঘটেছে। সেই কারণে ইউরোপের ক্রেতারা দার্জিলিংয়ের চা কিন্তু আগের মত আগ্রহ প্রকাশ করছেন না। এমনিতেই নেপালের চা দার্জিলিংয়ের চা এর প্রতিদ্বন্দী। তার উপর ইউরোপের ক্রেতারা দার্জিলিংয়ের চা কিনতে আগ্রহ প্রকাশ করছেন না। এর পিছনে কারণ হলো বাজারে ইউরোর দর কমেছে, তাই দার্জিলিংয়ের চা আমদানি করতে আগের তুলনায় বেশি খরচ করতে হচ্ছে। সেইজন্য ইউরোপের ক্রেতারা দার্জিলিংয়ের চা এর প্রতি আগ্রহ প্রকাশ করছে না।

    এক শিল্পপতি এই বিষয়ে জানিয়েছেন এমনিতেই চাবাগান গুলিতে বিভিন্ন সমস্যা রয়েছে, তার ওপর নতুন সমস্যা ইউরোপে দার্জিলিংয়ের চা এর চাহিদা কমে গিয়েছে। ইউরোর দাম কমে যাওয়ায় আমদানি খরচ বেড়েছে, অথচ তারা চাইছেন আগের খরচায় চা আমদানি করতে, যেটা বর্তমানে সম্ভব নয়। এদিকে চায়ের উৎপাদন খরচ বেড়েছে। সব মিলিয়ে দার্জিলিংয়ের চা এর চাহিদা অনেকটাই কমে গিয়েছে ইউরোপে।