|
---|
বাগডোগরা: শুক্রবার সাতসকালে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ফাঁসিদেওয়া ব্লকের হাসখাওয়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতদেহের কাছ থেকে কোনো পরিচয় পত্র পাওয়া যায়নি। তবে মৃতদেহের পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। কিভাবে এই মৃতদেহটি এখানে এল,তার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির ছবি পাঠানো হয়েছে বিভিন্ন থানায়। কোথাও কোনো নিখোঁজ সংক্রান্ত অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানা।কিভাবে ওই যুবক ওই জায়গায় আসল কিংবা তাকে কেউ মেরে ওই জায়গাতে রেখে দিয়ে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে জানা গেছে বেশ কয়েকদিন ধরে ওই যুবককে বাগডোগরা এবং তার আশেপাশের জায়গায় ঘুরতে দেখা গেছে।পুলিশ ওই যুবকের পকেটের পার্স থেকে তার ব্যক্তিগত কিছু কাগজপত্র খুজে পেয়েছে।যার থেকে সে কোথায় থাকত তা খুজে দেখা হচ্ছে।