|
---|
জলপাইগুড়ি: মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতার বোন।ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি ২ নং ঘুমটি এলাকার বাসিন্দা লালটি পাশোয়ান নামে এক কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।
জানা গেছে লালটি পাশোয়ান তৃনমুল কিশান খেত মজদুর ইউনিয়নের টাউন ব্লক সভাপতি ধরম পাশোয়ানের বোন।
ঘটনায় ধরম পাশোয়ান জানান তার সাথে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে তার বোনের সাথে কোনও সম্পর্ক নেই। এছারাও তিনি নিজেই মাদক বিক্রির বিরুদ্ধে একাধিক বার পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন। ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, লালটি পাশোয়ান নামে এক মহিলাকে মাদক ব্যাবসার সাথে জড়িত থাকার অভিযোগ গ্রেফতার করা হয়েছে। এই চক্রে আর কারা কারা রয়েছে তদন্ত চলছে।খুব তাড়াতাড়ি তাদের ধরা হবে বলে জানিয়েছেন তিনি।তবে এই ব্যাবসার সাথে একজন মহিলা জড়িয়ে পড়ে গেছেন সেটা নিয়েও হতবাগ জলপাইগুড়ির রাজনৈতিক মহল,বিশেষকরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সাথে ওই মহিলার কোন সম্পর্ক ছিল না।