|
---|
বাউজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী কে সামনে রেখে ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলের চা চক্র ও সংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদ এ সরব হলেন বিধায়ক পান্নালাল হালদার এছাড়াও সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার বিধান সভার পর্যবেক্ষন সামীম আহমেদ মোল্লা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহীনি বিশ্বাস,ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের পূর্তে কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার,পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস,ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,টাউন তৃণমূলের যুব সভাপতি সৌমেন তরফদার সহ ডায়মন্ড হারবার টাউন ও ১নম্বর ব্লকের সকল তৃণমূলের নেতৃত্ব প্রমুখ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন ব্লক সভাপতি অরুমোয় গায়েন।
এছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে,কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছেন তার এক তথ্য তুলে ধরেন মহিলা সভানেত্রী মনমহীনী বিশ্বাস। বিধায়ক পান্নালাল হালদার বলেন রাজ্যের প্রাপ্য ১০০ দিনের প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার অন্যায় ও অনৈতিক ভাবে আটকে রেখেছে, এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, দিল্লিতে গিয়েও এর কোন সুরাহা হয়নি। তিনি আগামীদিনে এবিষয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও বড়ো আন্দোলনের অভাস দেন এই অনুষ্ঠান থেকে।