মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কেশপুরে বোমা উদ্ধার

কেশপুর: শুক্রবার সাতসকালে কেশপুর থানার ধলহারা ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের হুরুলুলুর ডাঙা এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে তাজা বোমা। স্থানীয় সূত্রে জানা যায় গুনাহার এলাকার একটি জঙ্গলের মধ্যে কয়েকটি প্লাস্টিকের বালতি পড়ে থাকতে দেখা যায়। ওই বালতিতে বালির মধ্যে রাখছিল একাধিক তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা বালতির মধ্যে ওই বোমাগুলো রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ। প্রসঙ্গত বাগটুই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সামান্যতম ফাঁকফোকর থাকলে তা বরদাস্ত করা হবে না। পুলিশকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

    এরপরই রাজ্যজুড়ে নড়েচড়ে বসে পুলিশ। রাজ্যে বেআইনি অস্ত্র কারবার রুখতে এবং যেকোনো ধরনের বেআইনি কাজ রোখার জন্য সমস্ত পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের বিশেষ অভিযান চালানোর পরামর্শ দেয়া হয়েছিল। সেই নির্দেশের পরেই কেশপুরে এই বিপুলসংখ্যক বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।