মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটির পেক্ষাগৃহে পত্রিকার দশম বর্ষ শীত ও বসন্ত সংখ্যা প্রকাশ হলো

নিজস্ব সংবাদদাতা :রঘুবংশ পত্রিকার দশম বর্ষ শীত ও বসন্ত সংখ্যা প্রকাশ অনুষ্ঠান মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটির পেক্ষাগৃহে পত্রিকার দশম বর্ষ শীত ও বসন্ত সংখ্যা প্রকাশ হলো।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী ; প্রাক্তন অধ্যাপক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, শিক্ষা বিভাগের জনক ও প্রাবন্ধিক ডঃ সন্তোষ ঘোড়াই, কবি অচিন্ত্য নন্দী, কবি ও সাহিত্যিক হরেন্দ্রনাথ সিং। এছাড়া উপস্থিত ছিলেন কবি মৃত্যুঞ্জয় জানা, কবি মঙ্গল হাজরা, কবি আমির হামজা, নির্মল্য খামখাট, কবি সুব্রত দাস, শিক্ষক স্বপনপড়িয়া, শিক্ষক চন্ডীদাস দে, শিক্ষিকা মৌমিতা বাঁকুড়া, সমাজ সেবি সৌমেন পাল।

    এদিন স্বাগত ভাষন দেন শ্রীকান্ত ভট্টাচার্য। তাঁর কথায় লিট্ল ম্যাগাজিন এর অভিভাবক সন্দীপ দত্তের কথা উঠে এসেছে। অধ্যাপক চক্রবর্তী বলেনজ কিভাবে ছোট পত্রিকা এগিয়ে চলেছে ও তার ভবিষ্যত। ডঃ সন্তোষ ঘোড়াই বলেন , ছোট পত্রিকার মান খুব প্রশংসা যোগ্য। হরেন বাবু বলেন সাহিত্য ও সংস্কৃতি ছাড়া জীবন বৃথা এবং সাহিত্য মানুষকে মৃত্যু হাত থেকে বাঁচাতে সাহায্যে করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ শান্তনু পাণ্ডা, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রীতা বেরা।