|
---|
নিজস্ব প্রতিবেদক, শালবনি: বদলে যাচ্ছে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রদেরও মানসিকতা।বুধবার মূলতঃ স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রদের দ্বারা পরিচালিত শালবনীর আমরা সবাই ক্লাবের সরস্বতী পূজার দশম বর্ষপূর্তি উপলক্ষ্য আর্থিক ভাবে পিছিয়ে পড়া ৩০ জন বয়স্ক মানুষদের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হলো ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক রবি আশিষ কারক, সমাজসেবী নুতন ঘোষ, প্রশান্ত মাইতি সহ ক্লাবের সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন ব্যানার্জি । উপস্থিত অতিথিরা প্রত্যেকেই এই ক্লাব সদস্যদের প্রশংসা করেছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে পূজার বাজেট কাটছাঁট করে তারা এই উদ্যোগ নিয়েছেন।