|
---|
রহমতুল্লাহ, সাগরদীঘি : পথ নিরাপত্তা সপ্তাহের ৩২ তম সচেতনতা শিবির অনুষ্ঠান হল সাগরদীঘিতে ।সেফ ড্রাইভ, সেভ লাইফ এর ৩২ তম সচেতনতা শিবিরের মঞ্চে উপস্থিৎ ছিলেন BDO সুরজিৎ চ্যাটার্জী মহাশয় , প্রধান শিক্ষক তামিজউদ্দিন মল্লিক মহাশয় , পঞ্চায়েত সমিতি সভাপতি বেরাজুল ইসলাম মহাশয়,প্রধান অরূপ মন্ডল মহাশয়।সাগরদীঘি থানার উদ্যোগে মাুষকে সচেতন করার জন্য সাগরদীঘি থেকে মনিগ্রাম পর্যন্ত মোটরসাইকেল ব়্যালি হয়।এইর্যালীতে হেলমেট পরে মোটর সাইকেল চালান সাগরদীঘি থানার ও সি সুমিত বিশ্বাস ও সাগরদীঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংস্থা সহ চেতনা স্বেচ্ছাসেবী সংস্থা। যাতে সাধারণ মানুষের কাছে পথ নিরাপত্তা সপ্তাহের মধ্যে দিয়ে বার্তা পৌঁছে দেওয়া যায় তার জন্য এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন বলে জানা গিয়েছে।