|
---|
নিজস্ব সংবাদদাতা :কোলাঘাট,হলদিয়ার পর আবারো পাঁশকুড়া কো অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে জয় জয়কার সিপিএমের। এই সমবায় মোট আসন ৯টি।
সিপিএম ৯টি, তৃণমূল কংগ্রেস ৯টি, বিজেপি ৪টি আসনে প্রার্থী দেয়। ভোট ফলাফল জানা যায় যে, তৃণমূল কংগ্রেস ৪টি ও সিপিএম ৫টি আসন পায়। বিজেপি কোনো আসন পায়নি। পাঁশকুড়াতে এই প্রথম সমবায় সমিতির দখল করলে সিপিএম।
সিপিএম এক নেতা বলেন , পুনরায় সিপিএমের দিকে মুখ ফিরছে সাধারণ মানুষের। এতে আমরা খুব খুশি ।একের পর এক সমবায় সমিতি আবারো সিপিএম জিতছে। যদিও তৃণমূল দাবি করেন যে বিজেপি সিপিএম জোট বেঁধে ভোট করেছে। বিধানসভা ভোটের বিজেপিকে ভোট ভাগ করে দিয়েছিল সমবায় ভোটে সিপিএম বিজেপির কাছ থেকে পুনরায় ভোট ফিরিয়ে আনতে পেরেছে এতে আমরা খুশি।