হটাৎ করে লাদাখে প্রধান মন্ত্রী

হটাৎ করে লাদাখে প্রধান মন্ত্রী

    নতুন গতি ওয়েব ডেস্ক: লাদাখের চিন সীমান্তে যাওয়ার কথা ছিল দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কিন্তু তিনি সেই যাত্রা বাতিল করে দেওয়ার পর শুক্রবার কাকবোরে লাদাখ পরিদর্শেনে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেকানে গিয়ে মোদি বললেন, দুর্বলরা কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, সাহসী হতে হয়। দেশের সেনাদের সাহসী ভূমিপুত্র বলে অভিহিত করেন। শত্রুরা তাদের আগুন ঝরানো দেখেছে। ওই বলে চিনের প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন তিনি।

    এদিন সকালে ইন্দু নদীর তীরে হিমালয়ের ১১০০০ ফুট উঁচুতে ওঠেন মোদি। নিমুতে চপার করে পরিদর্শন করেন। তিনি নিমুতে পা দিতেই ভারত মাতা কি জয় ও বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়েছে ওঠে। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত এবং সেনা প্রধান এম এম নারাভানেও।

    উল্লেখ্য, গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাদের আক্রমণে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান। এরপর চিনের সঙ্গে ভারতের মধ্যে বিরোধ শুরু হয়। দুই দেশের মেজর জেনারেল পর্যঅয়ে বৈঠক হলেও এখনও লাদাখ সীমান্তে উত্তেজনা যায়নি। ভারত যেমন সেনা মোতায়েন করে রেখে, তেমনি উপগ্রহ চিত্রে দেখা গেছে চিনও তৎপর