চাঁচলে আগুনে পুড়ে ছাই দেশী মুরগীর খামার, ক্ষয়ক্ষতি লক্ষাধিক

উজির আলী, নতুন গতি, চাঁচল: শুক্রবার ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। আর এই বৃষ্টি চলাকালীনও আগুনে পুড়ে ছাই হল একটি দেশী মুরগীর খামার। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে মালহের চাঁচল থানার রামদেবপুরে। অগ্নিকান্ড ঘটার আধঘন্টা পূর্বে মালিক খামার থেকে বেরিয়েছিলেন জানায়। তারপরেই ঘটনা।

    খামারটি অবশ‍্য খড়ের ছাউনি বিশিষ্ট ছিল।তবে সমস্ত কিছু ভস্মীভূত হওয়ায় অগ্নি নির্বাপক কেন্দ্রে খবর দেওয়া হয়নি বলে জানান খামার মালিক মোস্তাফিজুর রহমান। বাসিন্দারা জানান, শর্ট শার্কিট নয়, কোনো ব‍্যক্তির এই চক্রান্ত। তবে এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হবে থানায় জানান ক্ষতিগ্রস্ত।

    সম্প্রীতি একবছর থেকে ব‍্যাঙ্ক থেকে ঋন নিয়ে এই ব‍্যবসা চলছিল। দ্বিতীয় পর্যায়ে দেশী মুরগীর ছানা পালন করছিলেন। এক সপ্তাহ পরেই তা বিক্রি করার কথা ছিল। মালিক জানায় ১৫০০ দেশী মুরগী খামারে ছিল। সবটাই পুড়ে ছাই। প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত খামারের মালিক।

    ক্ষয়ক্ষতির বিষয়টি চাঁচল ১ নং ব্লকের প্রানী সম্পদ কেন্দ্রে জানাবেন ওই খামার মালিক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।