কর্ণাটক হিজাব বিতর্কে বিস্ফোরক মন্তব্য মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের

নতুন গতি নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে মালেগাঁও বিস্ফোরণ-কাণ্ডের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। কর্নাটকের হিজাব বিতর্কে প্রজ্ঞার বিস্ফোরক  মন্তব্যে ছড়িয়েছে চাঞ্চল্য।

    বৃহস্পতিবার ভোপালের একটি মন্দিরে আয়োজিত সভায় প্রজ্ঞা বলেন, ‘‘যাঁরা নিজেদের বাড়িতে নিরাপদ নন, হিজাব তাঁদেরই প্রয়োজন। তাঁরা বাড়িতেই পরুন। প্রকাশ্যে হিজাব পরার কোনও প্রয়োজন নেই। কারণ, হিন্দু ধর্ম নারীদের পুজো করতে শেখায়।’’ তবে মুসলিম ছাত্রীরা চাইলে ‘তাঁদের মাদ্রাসায়’ হিজাব পরতে পারে।”

    উল্লেখ্য, হিজাব বিতর্কের আগুন ছড়িয়েছে মধ্যপ্রদেশেও। দাতিয়া জেলার এক সরকারি কলেজে বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মোর্চা ‘দুর্গা বাহিনী’র আন্দোলনের প্রেক্ষিতে মুসলিম ছাত্রীদের হিজাব পরে ক্লাস করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।