দুঃস্থ মানুষদের কম্বল দান শিবির,সহযোগিতায় শ্রী সারদা কল্যান রাজ্য 1 February 2021 by নতুন গতি সেখ সামসুদ্দিন : ৩১ শে জানুয়ারি, রবিবার হুগলীর চন্দননগর প্রবীণ সম্মিলিনীর পরিচালনায় আয়োজিত হলো দুঃস্থ মানুষদের কম্বল দান শিবির, সহযোগিতায় শ্রী সারদা কল্যান খড়দহ, উঃ ২৪ পরগনা। কোভিড প্রটোকল মেনে সকলে উপস্থিত ছিলেন। শিবিরে ৩০ জন দুঃস্থ মানুষকে কম্বল এবং ১৫ জনকে মশারী দান করা হয়।