|
---|
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর : বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশন গুলির আহ্বনে রেল ,প্রতিরক্ষা , কয়লাখনি সহ বিভিন্ন সরকারী ক্ষেত্রে অবাধ বেসরকারীকরণের প্রতিবাদে খড়্গপুর ডি আর এম অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্পভিত্তিক ফেডারেশন সমূহের আহ্বানে খড়্গপুর শহরের শ্রমিক- কর্মচারীরা শারীরিক দূরত্ব বিধি ও স্বাস্থ্য বিধি মেনে এই কর্মসূচীতে অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সিটু নেতা অনিত মন্ডল, সবুজ ঘোড়াই আইটাকের বিপ্লব ভট্ট, এসইআরএমইউ-এর অজিত ঘোষাল, আরআরইএ-এর এন আর পাত্র প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আই এন টি ইউ সির তপন বোস, সিটু র অমিতাভ দাস প্রমুখ।