দিল্লী পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিমকোর্টের, সঙ্ঘর্ষ আটকাতে পারতো কিন্তু তারা হামলাকারীদের পালাতে সাহায্য করেছে

দিল্লী পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিমকোর্টের, সঙ্ঘর্ষ আটকাতে পারতো কিন্তু তারা হামলাকারীদের পালাতে সাহায্য করেছে

    নতুন গতি, ওয়েব ডেস্ক:দিল্লীর বর্তমান হিংসা কান্ড নিয়ে পুলিশকে তীব্র ভাষায় ভর্ৎসনা করলো সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্ট জানিয়েছে, ইচ্ছা করলেই সঙ্ঘর্ষ আটকাতে পারতো। কিন্তু তারা হামলাকারীদের পালাতে সাহায্য করেছে। সঙ্ঘর্ষ বাধার আগে তারা তারা অশান্ত পরিস্থিতিতে কোনোরকম পদক্ষেপ নেয়নি। যার ফলে আজ এই হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে। সুপ্রিমকোর্টের বিচারপতি জে এফ জোসেফ জানান, কোনো এলাকার পরিস্থিতি যদি খারাপ হয় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমেরিকা বা ব্রিটেনের পুলিশ পেশাদারভাবে কাজ করে। কিন্তু দিল্লী পুলিশের পেশাদারিত্বের অভাব রয়েছে। যদিও বিচারপতির এধরনের মন্তব্যের বিরোধিতা করেন সলিশিডার জেনারেল।