|
---|
উজির আলী, নতুন গতি ,চাঁচলঃ২৪ জুলাই
ট্রাক ও পুলকারের সংঘর্ষে মৃত মালদার যুবক। লকডাউনে যখন বিভ্রান্তি দেখা গেছে গন পরিবহনে। তখন নিজ গাড়িতেই আন্তঃ রাজ্য ভাড়া মারত ওই যুবক। বাড়িমুখীতে ট্রাক-পুলকারের সংঘর্ষে প্রান হারান তিনি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রা এক্সপ্রেস জাতীয় সড়কে।
এই ঘটনায় প্রান হারান মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের এলাকার নিচলামারী গ্রামের আলেক আলী(৩০)।পরিবার সূত্রে খবর, আলেক দিল্লিতে ইউবারের পুলকার চালাত। দিল্লিতে শ্রমিকের কাজ করে নিজেই পুলকার কিনেছিলেন। দীর্ঘদিন ধরেই ওখানে ভাড়া চালাত নিজেই। লকডাউন ঘোষনার পর স্থগিত হয়ে গনপরিবহন। তার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে দিল্লি এইভাবেই আন্তঃরাজ্য ভাড়া চলত তার।
স্থানীয় বাসিন্দা, আসাদুল হক জানান, ১৩ তারিখে এলাকা থেকে দিল্লিতে যাত্রী নিয়ে গিয়েছিল দু-টি পুলকার নিয়ে দুইভাই। তারা দুইভাই বড়ো দাদা মালেক আলী ও পুলকার চালক। তারা দুই-ভাই একই পেশায় কর্মরত ছিল বলে জানা গেছে। তাদের রেখেই বাড়ি ফিরছিল দুই ভাই দূটি গাড়ী নিয়ে। তার মাঝে উত্তর প্রদেশের আগ্রায় লরীর সাথে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই প্রান হারান আলেক। শুক্রবার সাত সকালে নিচলামারীতে ঘটনার খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এই ঘটনায় ভেঙে পড়েছেন গোটা পরিবার।
পরিবার সূত্র জানা গেছে শুক্রবার বিকেল পর্যন্ত ময়নাতদন্ত সম্পন্ন করে আগ্রার এস.এন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রওনা হবে দেহ। সম্ভাব্য শনিবার সন্ধ্যায় গ্রামে দেহ ফিরবে বলে অনুমান গ্রাম বাসীর। আলেক আলীকে শেষ দেখার অপেক্ষায় বিমর্ষ হয়ে এখন অপেক্ষারত পরিবার সহ গোটা গ্রামবাসী।