কৃষকদের কাছে সরকারকে আজ না হয় কাল মাথা নত করতেই হবে! মোদি সরকারকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

নতুন গতি ওয়েব ডেস্ক: প্রায় কয়েক মাস ধরে দিল্লিতে চলছে ৩ কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন। কেটে দেওয়া হয়েছে আন্দোলনরত কৃষকদের পানীয় জলের লাইন, বন্ধ করে দেওয়া হয়েছে অস্থায়ী শৌচালয় ব্যবস্থা, বন্ধ ইন্টারনেট। আর এই খবর ছড়িয়ে পড়তেই ক্রমেই আন্তর্জাতিক মঞ্চে তীব্র সমালোচনার মুখে পড়ে মোদী সরকার।

    এবার এই নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। এবার এই রেশ ধরেই কেন্দ্রকে নিশানা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, আজ নয় তো কাল কৃষকদের দাবির কাছে সরকারকে মাথানত করতেই হবে। তবে এত দেরি কেন পাশাপাশি রাহুলের আরও প্রশ্ন, কেন দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছে ? উল্টে সমস্যা সমাধানের বিন্দুমাত্র চেষ্টা করছে না কেন্দ্র।

    প্রসঙ্গত উল্লেখ্য, কৃষক আন্দোলন ঠেকাতে কেন্দ্রের পদক্ষেপের কড়া নিন্দ ইতিমধ্যেই ধীরে ধীরে সুর নরম করতে শুরু করেছে কেন্দ্র। বিরোধীদের দাবি মেনে কৃষি আইন নিয়ে সংসদে ১৫ ঘণ্টা আলোচনাতেও রাজি হয়েছে কেন্দ্র। পাশাপাশি মোদী সরকারের তুলোধনা করে এদিন রাহুলকে আরও বলতে শোনা যায়, আসলে গোটা পরিস্থিতিই এখনও সরকারের হাতের বাইরে চলে গিয়েছে। দেশ শাসনে ব্যর্থ মোদী সরকার। এই সরকারের অপদার্থতাও ক্রমেই প্রকট হচ্ছে।