ডাক্তার ও নার্সদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগ কে সম্মান জানাতে আসছে রক্ত Fresh wounds

 

    নিজস্ব প্রতিনিধি, নতুন গতি ,পূর্ব মেদিনীপুর :
    ‘রক্ত Fresh wounds’একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। এই সিনেমাটি তৈরি হয়েছে করোনা পটভূমিতে। গল্পের মূল চরিত্র অগ্নি, একজন হসপিটালের জুনিয়র ডাক্তার। করার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে মৃত্যুহার ও বেড়ে চলেছে । অক্লান্ত পরিশ্রম করে চলেছে সব ডাক্তার-নার্সরা। অগ্নি তার ব্যতিক্রম নয়। এই গল্পে বর্তমান সামাজিক অবস্থার এক জ্বলন্ত দৃষ্টান্ত কে তুলে ধরা হয়েছে। অগ্নি সেনগুপ্ত একজন দায়িত্ববান ডাক্তার হওয়া সত্বেও তার সঙ্গে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা যে ঘটনা অগ্নি কোনদিনও ভাবতে পারেনি। অগ্নি কি পারবে সেই অপ্রত্যাশিত ঘটনা থেকে বেরিয়ে আসতে? কি ঘটেছিল অগ্নির জীবনে? অগ্নি কি পারবে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে? জানতে হলে দেখতে হবে স্বল্প দৈর্ঘ্যের ছবি রক্ত ফ্রেশউন্ড। আমাদের প্রতিনিধি শেখ আরেফুলকে অলোক কুমার মন্ডল জানান যে ,
    এ,এস এন্টারটেইনমেন্ট ও রাধে ফিল্মস যৌথ উদ্যোগে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে আসছে রক্ত ফ্রেশ উন্ড।
    পরিচালনা- অভিজিৎ নস্কর। কাহিনী চিত্রনাট্য ও সংলাপ-আলোক কুমার মণ্ডল, অভিনয়ে অরিজিৎ মণ্ডল, সুনন্দা চক্রবর্তী, শ্রীমন্ত দাস।
    এই সিনেমাটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে আমাদের ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন পাশে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে।