খানাকুলে ফুটবল প্রতিযোগিতা

আজাহারউদ্দিন : করোনা আবহ একটু স্বাভাবিক হতে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হুগলির খানাকুলের মাডোখানা ওয়েলফেয়ার সোসাইটি।এই সোসাইটির র উদ্যোগে চার দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা ও ছাএ ছাত্রী দের অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়ে গেল ।এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃনমুল যুব কংগ্রেস সহ সভাপতি তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি, খানাকুল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ন ইমুল হক রাঙা,বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক সেখ হাসান ইমাম, প্রাক্তন ফুটবলার কৃষেন্দু রায,মনোজ ভট্টাচার্য,অভিনেতা বনী চ্যাটার্জি , মঠের মহারাজ সত্য চৈতন্য, অমল চৈতন্য,তৃনমুল নেতা অসিত সিংহ রায়,মাডোখানা ওয়েলফেয়ার সোসাইটি র সম্পাদক মতিয়ার হোসেন (বাপি),সভাপতি সেখ ইমামুল হোসেন, স্থানীয় উপপ্রধান সেখ আব্বাস আলী ও পুলিশ প্রশাসনিক আধিকারিক,সহ এলাকার সমাজসেবী শিক্ষাবিদ হাজির ছিলেন। ফাইনাল খেলার শেষে বিজয়ী দের পাশাপাশি ছাএ ছাত্রী দের ও অঙ্কন প্রতিযোগীদের উপস্থিত অতিথিরা পুরস্কার তুলে দেন।উল্লেখ মাডোখানা ওয়েলফেয়ার সোসাইটি র উদ্যোগে সারা বছর সামাজিক কাজে যুক্ত থাকে দুঃস্থ মানুষের মধ্যে ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করে থাকে, এই সোসাইটির উদোগকে সকলকেই সাধুবাদ জানান।