বীরভূম জেলা কিষান কংগ্রেস চেয়ারম্যান সৈয়দ কাসাফদ্দোজার নেতৃত্বে মল্লারপুরে NRC ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-
বীরভূম জেলা কিষান কংগ্রেস চেয়ারম্যান সৈয়দ কাসাফদ্দোজার নেতৃত্বে মল্লারপুরে NRC ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মল্লারপুর রেলগেট থেকে বাহিনা মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়।

    মিছিল শেষে কিষান কংগ্রেসের কর্মী সমর্থকরা NH 60 রাস্তা অবরোধ করেন ও একটি পথসভায় হয়। পথসভায় সাধারণ মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং কেন্দ্রের মোদী, এবং রাজ্যের দিদির সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বক্তব্য রাখেন বীরভূম জেলা কিষান কংগ্রেস চেয়ারম্যান সৈয়দ কাসাফদ্দোজা, কিষান কংগ্রেস রাজ্য সম্পাদক সৈয়দ সিরাজ আলি, যুব কংগ্রেস রাজ্য সাঃ সম্পাদক মাসিকুল ইসলাম শিবলী, জেলা কিষান কংগ্রেস ভাইস চেয়ারম্যান নাসিরুল সেখ, জেলা যুব কংগ্রেস সহ সভাপতি সানি সিনহা প্রমুখ নেতৃবৃন্দ।

     

    আজকের মিছিল ও পথসভায় আগত সকল কংগ্রেস কর্মীদের কিষান কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।