নবাবপুর হাই মাদ্রাসায় ১০৫ তম ক্রীড়া প্রতিযোগিতা

শেখ আব্দুল আজিম,চন্ডীতলা : ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন নবাবপুর হাই মাদ্রাসার(উঃ.মাঃ.)নিজস্ব খেলার মাঠ সিংহজোড়ে দুইদিনব্যাপী ১০৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মহাসমারহে অনুষ্ঠিত হয়/ প্রথম দিন ৯ই জানুয়ারি মাদ্রাসার নিজস্ব খেলার মাঠে ১০৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলনের পর শুভ উদ্বোধন ঘোষনা করেন মাদ্রাসার প্রাক্তন সম্পাদক তথা আজীবন সদস্য এবং চন্ডীতলা-1 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখ মোশাররফ আলি/ পাশাপাশি মাদ্রাসা নিজস্ব পতাকা উত্তোলন করেন মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি শফিউদ্দিন মল্লিক/ স্বাগত ভাষণ প্রদান করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকী/ ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সম্পাদক আনিসুর রহমান লস্কর, প্রাক্তন সম্পাদক তথা নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক, মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ/ মাদ্রাসার ক্রীড়া শিক্ষক সেখ সাহা আলম জানান, তিন- চার দিনের প্রস্তুতিতে ৪২টি ইভেন্ট প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী খেলায় অংশগ্রহণ করেছিল/ সকল ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়/ এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অভিভাবিকাদের এবং এলাকার মানুষদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যায়/