পূর্ব বর্ধমানের জামালপুরে এক বছর পরে শুরু হল একশো দিনের কাজ

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ প্রায় এক থেকে দেড় বছর পর শুরু হলো 100 দিনের কাজ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জ্যোৎশ্রীরাম অঞ্চলের শিয়ালী গ্রামের উত্তর সংসদে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল 100 দিনের কাজ। আজ চব্বিশে জুলাই 100 দিনের কাজ নতুন করে শুরু হওয়ায় এলাকার জব কার্ড হোল্ডাররা খুব খুশি।

    কয়েক বছর যাবত চাষিরা জমি থেকে চাষ করে তেমন কিছু লভ্যাংশ পাচ্ছিল না এবং ফসলও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই রকম অবস্থার এই 100 দিনের কাজ টা তাদের খুব জরুরি ছিল বলে মনে করছেন এলাকার মানুষ। লকডাউন এর পরিপ্রেক্ষিতে এই 100 দিনের কাজ যেন দীর্ঘমেয়াদি হয় তার জন্য আবেদন করছেন জব কার্ড হোল্ডাররা। এই 100 দিনের কাজ যদি দীর্ঘমেয়াদি হয় তবে তাদের সংসার কিছুটা হলেও সচল থাকবে বলে মনে করছেন এলাকাবাসীরা।