রেললাইন থেকে উদ্ধার হওয়া যুবকের মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্তের নির্দেশ দিল বর্ধমান সিজেএম আদালত

নিজস্ব সংবাদদাতা : রেললাইন থেকে উদ্ধার হওয়া যুবকের মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্তের নির্দেশ দিল বর্ধমান সিজেএম আদালত। মৃতার মা শক্তিগড় থানার গাংপুরের বাসিন্দা সন্ধ্যাদেবী সাউ বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে ছেলের মৃত্যুর তদন্ত দাবি করে মামলা করেন। তার প্রেক্ষিতে খুনের মামলা রুজু করে তদন্তের জন্য বর্ধমান জিআরপির ওসিকে নির্দেশ দিয়েছেন সিজেএম। জিআরপির এক অফিসার বলেন, ‘‘আদালতের নির্দেশের বিষয়ে কিছু জানা নেই। তবে, অভিযোগ না নেওয়ার বিষয়ে যা বলা হয়েছে, তা ঠিক নয়। আদালত নির্দেশ দিলে তা খতিয়ে দেখে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।’’আদালতে সন্ধ্যাদেবী জানিয়েছেন, গত ২৯ জুলাই ভোর ৪টে নাগাদ তাঁর ছোট ছেলে পরদেশী সাউয়ের মোবাইলে ফোন আসে। এর পরেই তিনি ঘর থেকে বেরিয়ে যান। কিছু ক্ষণ পর তিনি খবর পান, ছেলে ট্রেনে কাটা পড়েছে। ছেলেকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই কিছু ক্ষণ পর যুবক মারা যান। এ নিয়ে বর্ধমান থানার একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। পরে গাংপুর স্টেশনে গিয়ে কয়েক জনকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, ঘটনার দিন ৫-৬ জন মিলে তাঁর ছেলেকে মারধর করেন। এর পর বর্ধমানের দিক থেকে আসা একটি ট্রেনের সামনে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। মায়ের অভিযোগ, পরিকল্পিত ভাবে ছেলেকে খুন করা হয়েছে। এ নিয়ে জিআরপি থানায় অভিযোগ জানাতে যাওয়া হয়। কিন্তু, থানা অভিযোগ না নিয়ে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেছেন।