১৪ বছরের বোনকে দীর্ঘদিন ধরে ধর্ষণ! রাখীর দিনেই ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত

নিজস্ব সংবাদদাতা : বুধবার এক মারাত্মক অপরাধের সাজা দিল আদালত৷ রাখির দিন ওড়িশার আদালতের রায় নিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে৷ অপরাধীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৪ বছরের বোনকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছিল৷ আর সেই ঘটনায় অন্তসত্ত্বা হয়ে পড়েছিল ওই নাবালিকা৷ এই ঘটনায় ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত৷

     

    ওড়িশা হাইকোর্টের বিচারপতি এসকে সাহু এই মামলার রায় দেওয়ার সময় এটিও বলেছেন, আলাদা করে ৪০ হাজার টাকা ফাইন করা হয়েছে, এ ছাড়া অনাদায়ে আরও দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি, কারণ রাখির দিনেই এই ঘটনার সাজা ঘোষণা করা হয়েছে আদালতের তরফ থেকে৷তিনি বলেছেন, ‘এটা সত্যি একেবারে হৃদয়বিদারক ও মন ভাঙা এক ঘটনা, যে এই ধর্ষণের ঘটনার সাজা ঘোষণা করা হচ্ছে রাখির মতো একটি শুভ তিথিতে৷ এই দিনটিতেই বোনকে রক্ষা করার শপথ নেন দাদা, শেষ নিঃশ্বাস পর্যন্ত দাদা রক্ষা করার শপথ নেন৷ আর সেই দিনই এই ঘটনা করতে হল৷’

     

    এর আগে মালকানগিরি স্পেশাল জাজ এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিলেন৷ মে মাসের ২০১৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে নিজের গ্রামেই এই ধর্ষণের কাণ্ড ঘটিয়েছিল৷ পাশাপাশি, এই ঘটনা প্রকাশ্যে আসার পর বোনকে অভিযোগ দায়ের না করার জন্য হুমকিও দিয়েছিল৷ কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি৷