দেশের সব চাইতে খারাপ অবস্থা হতে চলেছে আহমেদাবাদ, 15 মে পর্যন্ত বন্ধ সমস্ত দোকান ।

নতুন গতি নিউজডেস্ক : পৃথিবী ব্যাপী একটার পর একটা দেশে মৃত্যু মিছিল চালিয়ে আসছে মহামারী করোনা ভাইরাস, পৃথিবীর শক্তি সম্মত সম্পদশিল দেশ গুলো আজ সৃষ্টি কর্তার উপর ভরসা ছেড়ে দিয়েছে। ভাইরাস ইতিমধ্যেই একটা বড় আকার ধারণ করতে চলেছে ভারতেও জানিয়েছেন ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেসন (WHO), ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেসনের তরফে ভারত সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে সরকার যেনো রাজ্য সরকার গুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে করোনার সংক্রমণ কে রোখার জন্য সব রকমের ব্যবস্থা নেই। করোনা ভাইরাসে দেশে আক্রান্ত 56 হাজার পার হয়ে গেছে মারা গিয়েছেন প্রায় 16, 902 জন সুস্থ হয়েছেন প্রায় 1,900 জন।

    ভাইরাসে সব চাইতে বেশী আক্রান্ত মহারাষ্ট্রে প্রায় 8000 এর কাছাকাছি, গুজরাটে প্রথম দিকে আক্রান্তের সংখ্যা কম থাকলেও এখন দেশের সব চাইতে ভয়ানক অবস্থা হতে চলেছে গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহর।

    গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা হলো 17,974 জন যার মধ্যে মারা গিয়েছেন 694 জন সুস্থ হয়েছেন 3,301 জন। গুজরাটের শুধু আহমেদাবাদে শহরে আক্রান্তের সংখ্যা প্রায় 5000, প্রচুর গতিতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা তার জন্য বড় সিদ্ধান্ত নিলো আহমেদাবাদ মানিসিপালিটি কমিশনার মুকেশ কুমার।

    গতকাল মানে 7 মে থেকে 15 মে পর্যন্ত আহমেদাবাদ শহরে দিনের মধ্যে মাত্র দুই ঘন্টা দুধের দোকান ও ওষুধের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে । শহরের প্রতিটা মানুষ কে যেকোনো পরিস্থিতি বাড়ি থেকে তে বাইরে বেরোতে নিষেধ করে দেওয়া হয়েছে।