যুবকের রহস্যমৃত্যু পূর্ব বর্ধমানের রায়না থানায়

নিজস্ব সংবাদদাতা: গভীর রাতে বাড়িতে ডেকে প্রতিবেশি যুবককে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল রায়না থানার বিদ্যানিধি গ্রামে। পুলিশ সূত্রে খবর, যে যুবকের রহস্যমৃত্যু হয়েছে তাঁর নাম সূরজ মল্লিক। গত ১৭ অগাস্ট অচেতন অবস্থায় বাড়ির পাশ থেকেই উদ্ধার করা হয় সুরজকে। প্রথমে রায়না হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাও করা হয়। কিন্তু তার পরও বাঁচানো যায়নি।

    পুলিশ সূত্রে খবর, সূরজের বয়স ২০ বছর। রায়নার বিদ্য়ানিধি গ্রামের শ্যামসুন্দর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। পড়শিদের একাংশের বক্তব্য, এলাকারই এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। কিন্তু সম্ভবত মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক কোনও ভাবেই মেনে নিতে পারছিলেন না বাবা মোস্তাক। অভিযোগ, গত মঙ্গলবার রাতে সূরজকে ডেকে পাঠান তিনি। তার পর সকালে বাড়ির কাছেই সংজ্ঞাহীন অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয়। প্রথমে তাঁকে রায়না স্বাস্থ্য ব্লক ও পরে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসাও শুরু হয়। কিন্তু তার পরও শেষরক্ষা হয়নি। রবিবার দুপুরে মারা যান যুবক। নিহতের পরিবারের দাবি, বাড়িতে ডেকে ব্যাপক মারধর করা হয়েছিল তাঁকে। সম্ভবত প্রণয়-সম্পর্ক মেনে নিতে না পেরেই যুবককে বাড়িতে ডেকে খুন করা হয়েছে, অভিযোগ সূরজের পরিবার ও স্থানীয়দের। এরপর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে এলাকা শান্ত করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নাবালিকার বাবা মোস্তাক ও মা তুহিনাকে গ্রেফতারও করা হয়েছে। তবে প্রণয়ঘটিত কারণের জেরেই খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।